জনমনেজাগল ভয় ,কাজের গতি গেল থেমে
বাতাসকাঁপিয়ে ঝড় ,তার সাথে বৃষ্টি আসে নেমে ;
কালো আকাশটা জুড়ে,বৃষ্টির মিহি সুতো দিয়ে  
না জানি কত শত আশা বুকে নিয়ে ;
বুড়োতাঁতি খুসি মনে তাঁত বোনে
বিজলীর জরি রাখে কোণে কোণে ৷
আমরা করি কাজ আর ওরা বসে গল্প শোনে ৷
চারিপাশে দেখি শুধু কালো কালো রেখা
আশপাশে কিছুই যায় না যে দেখা ,
শুধু শুনি সাৎই সাঁই শব্দ
বজ্রের নির্ঘোষে সকলেই জব্দ ৷
মাঠে ঘাটে বৃষ্টির উল্লাসে ,,প্রকৃতি মোহিনী হাসে
যদিওমাঝে মাঝেকোথাও সব বন্যায় ভাসে ৷
লাল নীল সাদা আকাশে , কালো মেঘেরাআসে ,
কত কথাবলা হয় শব্দের ঘন ঘন নির্ঘোষে
ঝমঝম ঝরে বৃষ্টি তাই চারিদিকে সবুজের সৃষ্টি
তাই বলি বৃষ্টির নাম হোক’ তরলকৃষ্টি ‘ ৷