বিশ্বাসে মিলায় বস্তু তা তর্কে বহুদূর
  মহালয়ার তর্পণে মেলে সেই সুর ৷
  ঐদিন নাকি প্রয়াত শত শত  পূর্বপুরুষ
  জগতে আসেন উত্তরপুরুষে করিতে চাক্ষুষ ,
  তাঁদের স্মরণে করা বুকজলে শুদ্ধ তর্পণ
  সহজেই যায় বুঝি মানসিক শান্তি অর্জন ৷
  আশ্বিনের সেই শুভ অমারাতি
  আনে শত আলোকবর্ষের ভাতি ৷
  পিতৃপিতামহগণ উদ্ভাসিত সে আলোয়
  আমরা উচ্ছসিত তাঁদের মহিমায় ৷
  মহালয়াদিনে মন হয়এক আলয়
  যেখানে সকল সুখস্মৃতি পায় আশ্রয় ৷