আমার ক্লান্তি ,শান্তি ,আমার,সংঘর্ষ ,আমার হর্ষ
আমার চিন্তা ,আমার স্পর্শ সব ঘীরে ভারতবর্ষ ৷
আমার জ্ঞান,আমার চেতনা,ধ্যান,সবই ভারতবর্ষ,
আমার তৃপ্তি ,সুপ্তি আর বেদনা,সেওতো ভারতবর্ষ ৷হাজার
ঘোর অন্ধকারে কত কারাগারে কাটিয়ে কত বর্ষ ,
কত যাতনা কত কামনা বিসর্জনে দেখেছি ভারতবর্ষ  ৷
হাজার দুঃখ হাজার কষ্ট তবু চাই ভারতবর্ষ
হাজার প্রাণে হাজার ধ্যানে শুধুই মিলনাদর্শ ,
হাজার বুকে হাজার মুখে সেথা সাম্যের আদর্শ
সেইতো প্রিয় দুঃখে ম্রিয় আমার ভারতবর্ষ ৷
যারা বিপথে ধ্বংসে মেতে ভাঙে এ ভারতবর্ষ
তাদের রুখে থাকব সুখে জিতবই এ সংঘর্ষ ৷
গ্রামে গ্রামে প্রতি ধামে এনে জীবনে উৎকর্ষ
বিশ্বের ঘরে জয়ের মুকুট প’ড়ে থাকবে ভারতবর্ষ
প্রতিটি বর্ষ জাগাবে হর্য আমার ভারতবর্ষ
তার মিলনবার্তা আমার সখ্য্যতা আমার আদর্শ