সেই অস্থির দিনগুলো আবার হাজির
                         নিয়ে অমানবিক আচরণের নজীর ৷৷
                         সেই অপহরণ ধর্ষণ   ও রক্তপাত  
                          গোষ্ঠীদ্বন্দ ,বিবাদ নিয়ে তুচ্ছ জাতপাত ৷৷
                         ফিরে কেন  আসে পুরানো  নৈতিক দ্বন্দ
                         যা কেড়ে নিল সাধারণের  জীবননের ছন্দ ৷
                         বহু চাপ  আর  বহু কথার সে উত্তাপ
                         মাঝে পথে থামে  তবুও নাই অনুতাপ ৷
                         জীবন নিয়েই  জুয়াখেলা  খেলে খেলে
                         জানিনা  মনুষ্যত্ব এলো কোথায় ফেলে  ৷
                          আর যথি বল পাপের সে ই  ভান্ডার   ,
                          মিলাবে কি 1 আর হবে কি তার বিচার 1
                         ইতিহাস বলবে যে মিছে মানুষ হত্যার ,
                        কে বা কারা দিল তোমায় সে সব অধিকার