বসন্ত এসেছে ভূবন মজেছে তাইতো ভেসে ছি গোপনে
                  সবুজের সাজ বিশ্বের মাঝ জেগেছে দেখ বনে বনে ৷
                  ওইতো শিমূল ওইতো পলাশ মেখেছে যে লাল রঙ
                   সবুজের মাঝ আমাদের কাজ ঝেরে ফেলা সব জঙ৷


                 তাইতো এসেছি জীবনে ভেসেছি মাখতে প্রীতের রঙ
                  ছোট বড় নেই বর্ণ ভেদ নেই নেইতো কোন ভরঙ ৷
                  আজকের দিন মিলনের দিন ঝেরে ফেল সব জঙ্
                  সাল কাল নীল সবুজ সুনীল মাখো সম্প্রীতির রঙ ৷
                   দিকে দিকে আজ সবুজের সাজ গাছে গাছে কিশলয়
                   জীবনে জীবনে মননে মননে রোধ হয় সব ক্ষয় ,৷
                   কোকিলের ডাক মৌমাছির ঝাঁক বলে যে বসন্তহাজির    
                    জীবনের আঙিনায় সব ভাবনায় গড়ে নতুন নজীর ৷
              এসো সবে তাই বসন্ত মেলায় মিলে মিশে খেলি দোল
               সব কাজ ফেলে এস রঙ ঢেলে তুলি এস হোলির হিল্লোল ৷
……………………………………………………………