শিউলির আলপনা দিয়ে ঢাক পিটিয়ে এলেন দশভূজা
              অলিতে গলিতে দেখি থিম সহ হচ্ছে মায়ের পূজা
                          দোকানে ভীড় জামা কাপড় হচ্ছে শুধু কেনা
                        সবার সাথে পাল্লা দিতে দোকানে বাড়ে দেনা  
              খুসি মনে করে পূজা রাম ,রহিম আর ওই ডিসুজা  ৷
                                           (২)
                পূজোর দিনে পেটপূজো সব কর হোটেল ,রেস্তোরায়
                দেখছো কি তখন কারা ডাষ্টবিনে খাদ্য খুঁজে বেড়ায়
                         লক্ষ টাকার পূজার বাজেট তাদের দিয়ে ফাঁকি
                        ভাবছো তোমার বিনোদন উঠবে বেশ জাঁকি
              কিন্তু ভাই কারো অশ্রুমাঝে হয়না অন্যের   সুখের ঠাঁই   ৷
                                     (৩)
              মাতৃ মূরর্ত্তির নব রূপ দিতে তুমি আত্মহারা
              ভেবেছ কি তাতে রুদ্ধ কোন  সৃষ্টিধারা  
                   আপনার মনে করেছ কি বিচার
                   কি লাভ হল ক’রে ঐতিহ্য সংহার
             তাতে কে পেল কতটুকু প্রাণের সাড়া ?