রূপোলী হাঁড়িতে ফুটছিল ভাত
বাসমতী চালের সুগন্ধ ছড়ানো ভাত ৷
হঠাৎ দুয়ারে ভিখারিণী এক
এসে বলে-‘আজ দুদিনরাত
কিছুই কাটেনি মাগো দাঁত ,
মা লক্ষ্মী দাওনা দুটো ভাত ৷ ‘
ছোট বেলকুঁড়ির মত সুগন্ধ ভাত ,
ফেনের সথে নর্দমায় যায় ভেসে
তাই দেখে সে আহ্লাদে হেসে
ছুটে যায় খেতে ভালবেসে ৷
কিন্তু তার হয়নি খাওয়া
প্রভুর ভক্ত কুকুর করে ধাওয়া ,
সেও বোঝেনা এ মেয়ের দুদিন হয়না খাওয়া ৷
ওদিকে বাটির খুদগুলো ফুটে হলো কাৎ
একটাও হয়না বেলকুঁড়ি-ভাত ৷
জানি এভাবেই ফুটবে বাসমতী
আর নর্দমাতে গড়াবে তার দানা
কিন্তু বুভুক্ষাদের মিলবে না এককণা
প্রভুর ভক্তরা সেথা করবে মানা ৷
তাই বলি খরা বা বন্যা নয়,
মানুষের মনেই দুর্ভিক্ষ দিয়েছে হানা
তাই অঢেল সম্পদের মালিকও চায়না
মুঠো খুলে দিতে একদানা ৷