কেউ নয় আপন কেউ নয় পর                
সকলেই রাখে নিজ নিজ ঘর ,                  
তবু তারা একে অপরে নির্ভর ,        
এভাবেই সম্প্রীতি গড়ে পরস্পর৷
নয় কোন ক্ষোভ,কারো প্রতি বিদ্বেষ
বিশ্বময় ছড়াও এই গূঢ় সন্দেশ ৷
সকলেই এক বিশ্বপিতার সন্তান
  তাই কেউ  ভাই কেউ বোন আপন ৷
তাদের যারা এতদিন নেয়নি ঘরে
নিল না কেউ জগতে  জীবন ভ’রে
একদিন তারা দেখো ডাকবেই ঘরে ৷
সেইদিন প্রীতির হবে প্রাণেতে প্রবেশ ৷
মনে রেখ ভারতের এ গূঢ় সন্দেশ ৷
.....................................................