জানিনা মন কখন হয় কার বস
এসব ভাবে ভাবতে মন হয় অবশ,
কাঁথি ভাঙ্গে,ছাদের পাঁপড়ি পড়ে খসখস
সামনে বন্ধপথ ,নেমেছে বিরাট ধ্বস ;
এভাবে খনিতে,পথেঘাটে ,নামে ধ্স
আর অবহেলায় সেইমত জীবনেও ঘটে ধ্বস ৷
অন্ধকার দিনে আঁধারে ঢকা ছিল জীবন
কেউ বোঝেনি জীবনে নামে ধ্বস কখন ৷
এই ধসে রুদ্ধ প্রগতি,রুদ্ধ উদ্ধারপথ
সেইমত সমাজ সংস্কারে মিথ্যে শপথ ৷
সুরক্ষা ব্যাপারে তিলমাত্র যদি কর আপস
জীবনের সর্বত্র অলক্ষ্যে নামবেই ‘ধ্বস