পথিক তোমার যাত্রা হলোআজ শেষ
              ফিরে গেলে তাই দিয়ে নানা সন্দেশ ৷
              পান্থশালার কক্ষে শুধু আমরা গেলাম র’য়ে
              আঁধারের জ্বালা জানি যেতে হবে আরো স’য়ে ৷
               দুদিনের দেখা তবু পারিনা তোমায় ভূলিতে
               কতটুকু হলো কথা চলন পথের কুলিতে ৷
               উজার ক’রে দিয়েছতো যা ছিল তোমার ঝুলিতে
               সুনদর হলো আর সুন্দর তোমার  ধরা তুলিতে ৷
               জীবনের সুরে প্রাণের সেতার বাঁধিয়া
              যে গান গেয়েছ তুমি সবার হৃদয় মথিয়া
             সেই গানেই বেঁধে দেখি সকলের হিয়া
            বিশ্বকে দেখালেযে সুস্থ প্রেমের প্রক্রিয়া ৷
            তাই হলে তুমি সবার গুরুএ বিশ্ব ব্যাপিয়া  ৷
              তুমি যে সাধনা সাধিলে জীবন ভরিয়া
             মনের মাঝেতেযেসব স্বপ্ন গেলে বুনিয়া
             আমরা তাদের আনবো কাজের মাঝে তুলিয়া ৷
             সব কিছু দিয়ে তুমি হলে শেষে দেউলিয়া
             তুমিই কাব্য ,যাত্রাশেষে কেমনে যায় ভূলিয়া ৷
………………………………………………………………..