এসো মা ,এসো মা দেবী ,এসো মা জগদ্ধাত্রী
তোমার কল্যাণে ঘুচুক দেশের তিমির রাত্রি ৷
কত যূগ আগে স্বর্গে দেবগণে এলোঅসুর ভীতি
সেই করীন্দ্রাসুরে বধ ক’রে তুমি পেলে সেথা স্থিতি ৷
কিন্তু সেই প্রাচীনা তুমি নবীনা হলে যে বাংলায়
কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র মাতলেন তব সেবায় ৷
ইতিকথা বলে কারামুক্তি পেয়ে রাজা পান সংবাদ
তাঁর বিহনে মার শারদপূজা হয়েছে যে বরবাদ ৷
গুরুর আদেশে মাকে তিনি করেন নবরূপে পূজা
করী উপরি সিংহারুঢ়া দশভূজা হলেন চতুর্ভূজা ৷
মীরকাশিমের কালে বন্দী হ’লে এই ঘটনা  ঘটে
তারপর গৌরহাটির দাতাসুর-কন্যাগৃহে এপূজা ঘটে ,
আর ইন্দ্রনারান চৌধুরী গৃহে হেথাশুরু ব’লে রটে ,
পরে চৌধুরী পুত্ররা পূজা করেন ,এটি সত্য বটে ৷
সেই থেকে তুমি মা হলে চন্দননগরের জগদ্ধাত্রী
নিয়ে এলে আলোর বন্যায় ভাসা চারিটি রাত্রি