জন্ম থেকে মৃত্যু পর্য্যন্ত
            পুরো  জীবনের বাজেটে
            কোনদিন পেলাম না উদ্বৃত্ত কিছু ;
             চাওয়া ছোটে পাওয়ার পিছু,
             তবু সেথা থাকে সাজানো মিল ,
              আসলে সবখানে গড়মিল ;
               না পাওয়ার  পাল্লায় দেখি ভারী ৷
               অবশ্য কেউ কেউ নিয়ে ওভার ড্রাফ্ট
               টুকরো সুখকে করে ভোগ ৷
               তা নিয়েও পায়না শান্তি
               সুখের জারে  হয় অসুখের আমদানি
               আর তাই খায় বিবেকের ধমকানী ৷
             নিয়তির ঘরে খরচের বিচিত্র  হিসাব ,
               তাই ভালমানুষেরা দেখি বরাবর
             অসময়েই পায় ফিরে যাবার   ডাক ;
/কাজ শুরু করেও বলতে হয় থাক
নাগাসাকি ঃ বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়  
একদিন বুকে ছিল কত আশা ,চোখে ছিল কতস্বপ্ন
ছিল কতজমি কত প্রাণ  ,যাতে হোত বহু কিছু উৎপন্ন ৷