সময়ের মাঠে পিছলে চলেছে
শেওলামাখা সব মিনিটগুলি ,
পৃথিবীর ঘর পোঁটলা বোঝাই
তুমি খোল নাহয় আমরা খুলি ৷
মিথ্যে কান্না আর জুড়োনা
বাগানে কাব্যের কুঁড়ি নাই ব’লে ,
অনেক কবিতা ফোটাতে পারিতো
অনলস কিছু সময় পেলে ৷
সময়ের ঘর হাল্কা যখন
বেহিনেবী সব ব্যয় করি ,
এবার একটু কাজ ক’রে এসো
নিত্য ফাঁকির সে ফাঁক ভরি ৷
কান পেতে শুনি ক্ষুধার যন্ত্রণা
হৃদয়ে বুঝিএসো সে অভাবগুলি
প্রেমের পাখিটা ভ’রে বুকের খাঁচায়
আনন্দ সব জীবন ভরিয়ে তুলি ৷
…………………………………………………………