বহু মহারাজ আজ ধরিবাজ সত্যে খেলে ছিনিমিনি
          গেরুয়া সে সাজ নাই মন মাঝ ,তবু কী ক’রে চিনি !
         পথেঘাটে বহু জ্যোতিষী দেখি অহর্নিশি করে সত্যরে খুন
         ঝুরি ঝুরি মিঠে বুলি শুনেমোরা রোজ ভূলি মনে আনি ফাগুন ;
         কিন্তু সেই কথাগুলি চিন্তার হাওয়া তুলি বুকে ধরায়  আগুন৷
         তাই সত্য যাতে নেই দাসত্ব সেতো মহীয়ান ,
         আর মনুষ্যত্ব তার মহত্ব তো সর্বত্র আগুয়ান ৷