হে অতিথি যাওগো চলে, এরা চাহে না তোমায় আর -
বিদায়বেলায় যাচিয়া করিও ফিরে আসার অঙ্গীকার ।
এরা স্বার্থপর, অকৃতজ্ঞ, হীন ভাবনায় ভরা
সারাজীবন আঁকড়ে থাকে যতেক দুঃখ জ্বরা ,
এদের মাথায় সদাই ঘোরে 'পুরাই নিজের অভিলাষ '
এরা অল্প লাভের আশায় করে পরের সর্বনাশ ।
এরা বাঁচতে নিজে, মারতে পারে নিজের পুত্র পিতা
স্বার্থসিদ্ধি করতে ভোলে শত্রু মিত্র কি তা ?
এদের যা কাজ তোমার সনে চুকিয়ে নিয়েছে আজ  -
চিনতে চায় না আর তোমারে বন্ধ সেবার কাজ ।
বলবে না আজ আসতে তোমায়, হয়তো ডাকবে কাল
আজ থাকলে ওদের ঘরে হবে গো জঞ্জাল ।
কাজ থাকলে ঘেঁসবে কাছে ছুঁড়বে পরে দূরে
সময় থাকতে যাও গো ফিরে আপন আবাস পরে।
মান বাঁচাতে বিদায় বলো, নয় পাবে তিরষ্কার
আর বিদায় বেলায় যেচে করো ফিরে আসার অঙ্গীকার ।