আমরা এমন মানুষ হয়েছি আপনারে করি পর ।
বলি ভাগ করে দাও সব কিছু  আর সইতে না পারি তর্ ।।
যা আছে হোক আমার নামে , সুখের যত সাধন -
দুঃখ যা থাক্ পরের পাতে, তা চায় না মোদের মন ।
জায়গা জমি অন্য কারো আমরা বানাই ঘর -
সেই জমিরেই   বিক্রি ক'রি  করিয়া দাম দর ।
মোদের ইচ্ছে নেবার অনেক আছে , দেবার ইচ্ছে  নেই,
নেবার বেলা সামনে থাকি দিতে হলে পিছনেই ।
সামনে মিছে বড়াই করে যে বা মোদের তরে
তাদের ডেকে খাওয়াই ঘরে পরম আদর করে।
সত্যি বলে যদি বা কেউ তিলেক ধরায় ত্রুটি
বাপ বাপান্ত করি তাদের ওমনি ধরি টুঁটি।
ঠকায় লোকে মোদের বলে ভোলা মহেশ্বর ,
দেঁতো হাসি দেখেই ভুলি বুঝি না অন্তর ।
যে জন মোদের চালাতে চায় ঠিক ধর্ম পথে -
তর্ক করি তার সাথে আর আঘাত করি ক্ষতে।
জীবন শেষে দেখি যখন হিসেব করে পর
পাইনে কিছুই অন্তরটা বিষেতে জর্জ্জর।।