ভালোবেসে তোমায় আমার মরণ হয়েছে জানি,
হরেছ আমার পরানখানি বাঁকা নয়ন হানি -
শেষে তুচ্ছ করিলে মোরে, মোর স্ব্পন ভেঙেচুরে,
বিকল করে  হৃদয়টারে  রাখলে এ কোন স্বপ্নপুরে ?
আমার কি দোষ ? ফাগুন দিয়ে পেতেছিলে এক জাল
যৌবন দিল হাতছানি তাই আমার হোলো কাল ;
ঐ রূপের ছটায় মনে লাগল আগুন গেল পরান জ্বলেপুড়ে ।।
তোমার চলার পথটি ধরে ফাগুন যায় চলে ,
তোমার মতো বসন্তও আমায় গেল ছলে ,
কিছুই ভাল লাগে না যেন জীবনতরীর হারিয়েছি পাল খানি -
আর ঘুরে বেড়াই ধরার পরে হৃদয়হারা শরীরখানা টানি।
তোমায় যে কথা বলব ভেবে সামনে দাঁড়াই গিয়ে ,
তোমায় দেখে ভাষা হারাই শুধুই হাসি দিয়ে -
ঘরে ফিরি , হয় যে কি মোর কেমনে বোঝাই প্রিয়ে ,
দিন কাটে মোর আশায় আশায় আধেক হৃদয় নিয়ে।
প্রতিদিনই মনকে  বোঝাই সাহস করে বল,
হয়তো বোঝো তুমিও তাই হাসির নিয়ে ছল -
আমায় ফেরাও বুকে এঁকে দিয়ে ফাগুনের ছবিখানি।।