মন বলে তুমি আসবে আসবে , এখনো সময় আছে -
থেকে থেকে তাই পথপানে চাই , হৃদয় উঠিছে নেচে ।
ঐ বুঝি শুনি চরনের ধ্বনি , ঐ কি নুপুর ব'লে ?
ঐ তো ঝরায় কথার মুকুল মন আশার আবেশে দোলে ।
সাড়া দিই ডাকে , চোখ পথে রেখে -
জানি না বোঝে কি বোঝে না লোকে ।
লজ্জার মাথা খেয়ে চোখ ছুটে ঐ রাস্তাতে -
মন রয় নাকো ঘরে আর তোমার প্রতীক্ষাতে।
সময় চলেছে নদীস্রোত সম , শিহরণ জাগে মনে,
অনেক সময় অতিবাহিত অপলক দুনয়নে।
হয়তো তোমার আসার আশা বৃথাই করেছি  সার,
তবুও আশাই বীজমন্ত্র মোর জীবন দেবতার।
পলকের দেখা দেখবার তরে (মন) স্বপ্নের জাল র'চে -
তৃষিত দু আঁখি পথের ভিখারী তব দরশন যাচে ।।