তোমার চোখের ভাষা আর মুখের হাসিখানি,
কি বলে যায় হয়তো বুঝি , তবুও লজ্জা মানি ।
উদাস হয়ে রইনু পড়ে ধরার বাঁধন নিয়ে ;
(বলো) এ দোটানায় কেমনে দাঁড়াই তোমার কাছে গিয়ে ?
ডাকছো তুমি তোমার সভায় আপন ভেবে মোরে -
ইশারাতে ছিঁড়তে বলো ধরার বাঁধন ডোরে ।
জানি আমি ঐখানেতেই আকাঙ্খারই শেষ ,
তোমার কাছেই শান্ত হবে জীবন রণের ক্লেশ ।
নিজের কাছে নিজেই আমি প্রশ্ন করি আজ
ধরার বাঁধন প'রে থাকাই কেবল আমার কাজ ?
সময় হলে বাঁধন যদি খুলতে ভুলে গিয়ে-
দাঁড়াই তোমার সভামাঝে সকল বাঁধন নিয়ে ,
নিজের করে নেবে কি  মোরে আপন মানি ?
বলো হে নাথ মাথার প'রে রাখবে কি ঐ তোমার দখিন পাণি ।।