ময়রা সতু দিল দোকান দশহরার মেলা,
গ্রামের ছেলে হল জড়ো ছেড়ে তাদের খেলা।
যে চারদিন থাকবে মেলা ফুর্তি হবে জোর -
থাকবে নাকো পড়ার তাড়া কেবলি হুল্লোড়।
বানায় সতু গুড়বাদাম আর নারকোল সন্দেশ,
চোখ পাকিয়ে দেখছে সে সব কিশোর অনিমেষ।
কেমন করে ঘটি ধরে জিলিপির প্যাঁচ মারে ?
কেমন করে ছেঁকে রসে ডোবায় বারে বারে ?
কেমন করে গোল্লা বানায় রসগোল্লা বলে -
ভাবছে কত ভালো হোতো হালুইকর হলে!
বানিয়ে নিজে খেতাম আগে বেচাবেচি পরে,
আর জনমে জন্ম নেব হালুইকরের ঘরে ।
শুধায় সতু কি চাও খোকা দাঁড়িয়ে কেন হেথা ?
খোকা তারে দীর্ঘশ্বাসে জানায় মনোব্যথা ।
বলল সতু খোকাবাবু লেখাপড়া কর -
বুঝবে কেন বলেছিলাম যখন হবে বড় ।