এক গালিচায় দাঁড়ায়ে সকলে দেখেছ কি হেন প্রীত ?
ক্ষণেক থামহ  বুঝিবে নাটক , আসল যে বিপরীত।
সকলেই চাহে টানিবারে ঝোল আপন পাতের প'রে
আসল বাসনা ঢাকিয়া মিছে আপনার ভান করে।
সকলেই ভাবে কেউতো বোঝেনা আমার নাটক ঘোর
জীবনের স্টেজে নট যে মানুষ , সকলের মনে চোর।
এই বুঝি ভাঙে আমার স্বার্থ, এই বুঝি পড়ি ধরা -
কলুষিত হৃদি , কলুষিত মন, সবে মানব মুখোশ পরা।
সবে টানে ঐ পাতা গালিচায়, নিজেরে বাঁচায়ে রেখে
বেশ জমে ধোঁকা, জীবনের খেলায় শাক দিয়ে মাছ ঢেকে।
বলে না তো কেঊ নিজ উদ্দেশ ঘুরিয়ে ধরিবে কান
যারে কয় সেও বাঁকা কথায় বাঁকায় , ধরা প'ড়ে সব ভান।
তবুও তো বেশ না বোঝার ভানে অভিনয় করে দড় -
হে বিধাতা কেন এমন ধুর্ত নট নটীদের গড় ?
নিজেরে ধরায় লাগিছে একেলা হেথা মোর নাই ঠাঁই
সকলে চালাক ঠকায় আমায় ,  ভাবি কেমনে যে ত্রান পাই ।
যে গালিচা প'রে রয়েছি দাঁড়ায়ে সবে টানাটানি করে -
কেউ না পারিছে স্থির হতে সেথা, যায় ভয় স্থান তরে ।
আমারে না দাঁড় করাও হে নাথ ঐ মানবের সারে
চাই না কালীন , দাও রূক্ষ মলীন ধরাকোল , দূরে রাখি ভাবনারে।