ঐ শিরিষ গাছের মাথার প'রে বকের দলের বাসা -
উর্দ্ধমুখে তাকিয়ে আছে , চক্ষে র'য় নিরাশা ।
বৃষ্টি ঝড়ে ভাঙ্গবে তাদের সাধের ঘরের বাস,
তলায় পথিক মনে প্রাণে করছে অভিলাষ।
শেষ হোক এই বজ্জাতদের নোংরা করার খেলা,
বাস ওঠাতে চালিয়েছিলেম অনেক পাথর ঢেলা,
তবুও এই বকের দল হয়নি বাস্তুছাড়া -
নামুক জোরে ঝড় বৃষ্টি উঠুক বকের পাড়া।


কোঁ কোঁ রবে আকাশ পানে বলছে বকের দল
দোহাই প্রভু এখন যেন না হয় ঝড়জল !
বাচ্চাগুলো নেহাত শিশু উড়তে শেখেনি যে -
মরবে সে সব বাসাহারা বৃষ্টিজলে ভিজে ।
একটু সময় দাওগো মোদের বাচ্চারা হোক বড়,
উড়তে শিখুক , হোক তারা জীবনযুদ্ধে দড়।
ঝরঝরিয়ে নামল হঠাৎ শ্রাবন বরিষন্ -
বলছে পথিক থামবে এবার বকের উৎপীড়ন !
শূন্যে চেয়ে বকের দল বলছে ভগবান -
অনাথের কি তোমার কাছেও নেইকো পরিত্রান ?