ধন্য তোমরা মহাজন সব মুখে মিথ্যার ফুলঝুরি
কোন কুক্ষণে হয়েছি সামিল তোমা সব সনে তাই ভেবে আজ ম'রি ।
বাস্তবে মোরা পাব না কিছুই দেবে শুধুই কথার মালা -
সব জানি তবু বিলাইছ কথা চিত্তে বাড়াও জ্বালা ।
কত মানুষ রয়েছে আশায় আশায় , বিশ্বাস করে তোমা
বোঝাবে কে তাদের মিছে আশা করে তাদের যে দিন যাপনা ।
কেঊ করে কাজ , তোমরা শুধুই নিজের বলিয়া চলো
আমিও সামিল ঐ দলে আজ, আমার বিবেক কি তবে ম'ল ?
ভেবেছিনু আমি তোমরা বলী থাকলে তোমা স'নে ,
মানুষ আমারে বসাবে সদা ভয়ে ভক্তিতে উঁচু আসনে ।
এতদিনে টের পেয়েছি যে বেশ আমারে দেখায়ে লোকে
বলো কতো সরল নিরীহ মানুষ ও দলে সামিল নিজের থেকে ,
বলো আমরা শুধুই নিয়ত সেবায় নেই কো অন্য ফন্দি
ওই মিথ্যে  বুলিতে ঘাড় নাড়াতে আমারে কথায় করিলে বন্দী ।