ক্ষুধিত মানুষ খেতে চেয়ে বলে আমার অন্ন দাও -
নেব না আমরা দয়ার দান ! যা দিয়েছ ফিরায়ে নাও।
সেইটুকু মোরা দাবী করি, যা বিধি দিয়েছেন লিখে -
আমাদের ভালে, তা পেলে শান্তি তোমরা থাকবে সুখে।
এক রত্তি তার বেশী নাহি লব, শুনিব না দিলে কম ,
নিজ অধিকার আনিব ছিনিয়া , যতক্ষন আছে দম।
আমাদের ধন আমাদের দিয়ে পুন্য করার ছল ?
নিজেদের ভাগ সরায়ে রাখিতে সদা তৎপর  চঞ্চল।
মুর্খ ভাবিছ আমাদের মোরা অল্পে তুষ্ট তাই -
নিজের ভাগ চাইলেই বল এর বেশি অধিকার নাই।
ভুলে গেছ, কার জমিতে দাঁড়ায়ে , এ কথা আনিলে মুখে,
কার ঘাম, খুন দিয়ে গড়া ছাদে তোমরা রয়েছ সুখে।
অন্যায় করো , তবু চুপ করে থাকি হও বেসরম তাও-
নির্বাক দেখে উদ্যত হলে  ছিনিতে বাঁচার অধিকারটাও।।