অনিন্দিতা, এখনও কি পড়ে মনে ?
তোমার আসা যাওয়া হেরিতাম বসে মোর বাতায়নে ।
ভাড়া বাড়ীতে থাকিতাম মোরা সম্মুখে রাজপথ
খুলে বাতায়ন রহিতাম চাহি তোমার আঁখি আনত।
বুকে দুরুদুরু পাছে চোখাচোখি হয়ে হয় দুর্যোগ,
পরে বুঝিলাম সংশয় মনে নিতান্ত মনরোগ ।
মুখ তুলে কভু চাহ নাই, সেই একই চলার গত
বাতায়নে বসি দেখিতাম তোমা তুমি চল রাজপথ ।
হাতে রয়েছে বই খান কয় রুমালের ভাঁজে ধরা
চোখের ওপর ধুপ চশমায়  মন কে আড়াল করা।
চোরের মতন দেখছি লুকিয়ে ভয় সদা মনে জাগে
পাছে ঘরে সবে বুঝে নেয় কেন এ সময়ে বসি জানালার আগে।
এই দোটানার মাঝে একদিন রাজপথে পড়ে বোমা
সেটা ঠিক তোমার যাবার সময় ,দিশেহারা করে তোমা
ছুটিয়া আমি কপাট খুলিয়া তোমায় ডাকিয়া বলি -
"এই দিকে এসো দাঙ্গা কবলে পড়েছে আগের গলি!"
আসিয়া প্রথম প্রবেশ করিলে যেদিন মোদের ঘরে
মনের পটে পানের আকার আঁকা গেল চিরতরে।
আলাপ শেষে তোমার বাড়ীতে ছেড়ে আসি সেই রাতে
তখন দুজনে একই দিশায় ফেলেছি পা রাজপ'থে ।।