হৃদয়ে আমার করুণা দিলে, শক্তি দিলে কই ?
কি কাজ এমন করুণাতে , মর্মে মরি তোমার শক্তি বই !
দুঃখ শোক ধরার পরে যতই দেখি আমি -
মুচড়ে ওঠে তোমার দেওয়া করুণাতে কোমল হৃদয়খানি,
তবু সহায় হব দুর্বলেরি যেন সেজন আমি নই।
দুঃখীর নেব দুঃখভার সে সাধ্য আমার কই ?


তুমি বোঝো তোমার লীলা কি কাজ রাখ আমার তরে,
ইশারাতে বললে প্রভু তা বুঝব কেমন করে ?
কোথায় থামা কোথায় চলা সে সব নাহি বুঝি,
কোমল হৃদয়খানি পেয়ে সেবার সুযোগ খুঁজি -
সামনে গিয়ে বুঝি আমি লাচার জীবন ভ'র ,
দুঃখীর দুঃখ দেখে কাঁদতে হবে তাই শক্তিহীন এ ক'র ।
প্রভু আধেক দেওয়া তোমার এ বর্ মানতে রাজী নই -
দাও হে শক্তি দেহে ম'নে ধরায় পড়ুক না হইচই ।