সেদিন প্রথম দেখা
         বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)
        
তোমায় দেখি প্রথম যেদিন অবাক নয়ন মোর,
এমন মেয়ে কি এ কলেজে পড়ে এ যে মনেতে লাগায় ঘোর !
ঠোঁটের কোণেতে সদা লেগে রয় হাসির কুসুম কলি
যেন, ডানাকাটা পরী ফিরিছে ধরায় নিজ পরিচয় ভুলি ;
ঈষৎ হাসিয়া শুধালে আমায় - প্রথম বর্ষ কলা ?
কথা হারালাম ঐ মুখে চেয়ে কিছু যে যায় না বলা ।
কোনো মতে বলি হ্যাঁ, জবাবে “আমিও” বলিলে তুমি
আমার মনে অনেক প্রশ্ন ততক্ষনে উঠে জমি ,
এসো খোঁজ নিই কলেজের ক্লাস হবে কি হবে না আজ -
এই বলে ধরো হাতখানি মোর, মোর মস্তকে পড়ে বাজ !
শিহরি উঠিছে প্রতি রোমকূপ আমার মনেতে চোর,
ঐ চোখ দেখি আড়চোখে চেয়ে আমি যেন নেশাখোর ।
তুমি উদাসীন এক মনে রও লক্ষ্যে রয়েছো স্থির
ছেড়ে দাও নয় আর ও গাঢ়ত্ব হয়েছি আমি অধীর ;
বুকের ভেতর রেলগাড়ী ছোটে, চোখে আঁধার দেখছি ঘোর
তোমায় দেখে প্রথম দিনই খুলেছে হৃদয় দোর ।