সুখের সময়ে সকলে বন্ধু, দুঃখে দরশ নাই -
সুখ-পায়রাদের আপনার ভেবে অন্তরে চোট পাই।
উভয় সঙ্কট সামনে আমার , নেই হেথা নিস্তার,
করে নেবে সবে ভাগবাঁটোয়ারা কিছু রইবে না আপনার।
খালি হোলে হাত পাবো না দেখা , লুকোবে গলিতে গিয়ে -,
যদি দ্যাখে মোরে চলেছি সামনে তাহাদের পথ দিয়ে ,
মোর ছায়া আর মাড়াবে না তারা, যাত্রা করিতে নষ্ট -
চিনিয়া কি লাভ  আমারে ? এখন আমার জীবনে কষ্ট !
হীনবুদ্ধি , বোকা, নালায়ক, আমিটা পড়েছে মোহের জালে,
যারেই দেখেছি বন্ধুরূপে , অতীত সুখের কালে'
অসময়ে যদি তাহাদের ডাকি তখন সবে  বলে -
আমি নাকি ধুর্ত, চালাক, আছি কিছু বাগাবার তালে।
নরম হৃদয় আমার যবে কেটে যায় দুঃখকাল
মেহনতের মিষ্টি ফল, আমার ফেরায় ভা'ল॥
আবার ফিরিলে সুদিন আমি পারি না পায়রা ফেরাতে
সুখে নাকি আছে ওদের হক্, লেখা ওদের ঐ বরাতে ।
বুদ্ধি বোঝায় স্বার্থপর  এরা , সুখের সময়ে আসে তাই -
তবু মনেরে পারি না বোঝাতে , মোহের আবেশে ছুটে যাই ।