সুসময়
বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (পুলক)


আজকে প্রভুর হয়েছে কৃপাদৃষ্টি –
যা চাব তাই পাব আজ হচ্ছে করুণা বৃষ্টি ।
অনেক কালের সাধন ভজন নাকি সাধুর সেবা  
কোন কর্মে হল সুসময় আমারে বলিবে কে বা ?
হিসেব না মেলে কোন পূন্যফলে আজ কেটেছে অরিষ্টি
আজকে প্রভুর হয়েছে কৃপাদৃষ্টি ।
কভু মনে হয় জপতপ সার কভু মনে হয় করম্‌ ,
কভু মনে হয় সাধুসঙ্গ কভু মনে হয় সব ভরম্‌ ;
মন বলে সব ভ্রম হোক তবু আজ জীবন যে বড় মিষ্টি
আজকে প্রভুর হয়েছে কৃপাদৃষ্টি ।
চিন্তার লেশ নাহি যে আমার আজ নাহি কেহ নিজ পর্‌
কেহ না হোক আমার , আমি সকলের বলে মোর অন্তর ,
যা আছে আমার বিলাইতে খুশী , হৃদয়ে বিরাজে নাথ –
মোর চেয়ে কেবা ধনী ধরনীতে মহারাজ আছে সাথ  ।
যত বিলাইব ধন বাড়িবে ততই এমনই হয়েছে কল
কোথায় কি ভাবে পেলাম এ বরাট ভাবিয়া আমি পাগল
মোর প্রেমধন বিলালে বাড়িছে আজব যে এর সৃষ্টি !
স্বর্ণ মাটিকে একমনে হয় পেয়েছি এমন দৃষ্টি ।