জগৎ জুড়িয়া কলরোল , কে বা শোনে কার কথা
সবাই বলিছে আমারেই শোনো , শোনো আমার মহিমা গাথা !
এত দান ধ্যান, এত রোজগার , একে সাহায্য  করি -
বোকা বানাই একে তাকে আমার বুদ্ধি বলিহারী ;
যে বা চুপ করে শোনে সায় নাহি দেয়, বলে ওর খারাপ হয়েছে মাথা
নয়তো ও জীবনে অসন্তুষ্ট ওর মনে রয়েছে গভীর ব্যথা ।
কেউ বলে আমার ছেলে জয়েন্টে পেল সুযোগ ,
তাই শুনে আর জনা বলে জান  আমার  মেয়ের হয়েছে বিদেশ যাওয়ার যোগ
বছরে দুটো প্রোমোশন পায় আমার ছেলে জয়
বলো পুলক বলো এমন রত্ন এই দেশে কটা হয় ?
অমল বলিবে আমার ছেলে ঝন্টুরে দেখ চেয়ে -
কত মন্ত্রী সান্ত্রী জজ চায় ওর সাথে দিতে কন্যার বিয়ে ।
"হুঁ" দেওয়া ছাড়া আমার আর কি বা রইল কাজ
বেশ জানি আমি ঘনিষ্ট কিছু লোকের মনের রাজ ।
একে অন্যের উন্নতি দেখে হিংসায় জ্বলে ম'রে
কিছু না পেয়ে ঝগড়ায় মাতে অন্যেরে নীচু করে ।
একে অন্যের দুর্বল স্থানে কথায় কথায় দেয় ঘা -
আরে ছাড়ো  ওর লম্বা চওড়া কথা, ওদিকে দেশে না খেয়ে মরিছে মা ,
শুধাও ওর ছেলে বউ কেন নাহি থাকে ওর সাথে ?
কেঊ বা বলে ও ভায়েদের কেন তাড়িয়েছিল রাতে ?
এই সব দেখে  শুনে মন বলে চলেছি আমরা কোথা -
গলার জোরেই পৃথিবী জিতিবার সাধ বুদ্ধি হয়েছে ভোঁতা ?