আদিম কালের আদিম যারা,
       ছিড়েছে পাতা
        গড়েছে চাকা
খেয়েছে নদীর পানি।
উড়িয়েছে তারা জয়ে ধ্বজা,
দিয়েছে বিজয় ধ্বনি।
চারিদিকে শুধু দালানকোঠা,
আকাশ ছোঁয়া ঘরবাড়ি।
দেখেনি কখনো প্রাতের সূর্য,
শোনেনি পাখির কিচিরমিচি।
আমারা যখন বদ্ধ ঘরে,
বিশ্ব তখন    মুষ্ঠিবদ্ধে।
ছুটছে যে যান প্রানের খোঁজে,
মোদের পৃথিবী মহাশূন্যে।