গ্রীষ্মের দুপুরে
দুরে ওই কৃষ্ণচূড়া।
তীব্র রোদও যেন তার কাছে হার মেনে যায়।
দুরন্ত ট্রেন থেকেও দুর থেকে স্পষ্ট।
বাতাসে কখনো এদিকে, কখনও ওদিকে।
যেন ও নিজে হেসে উঠছে ,
কখনো বা হাসিয়ে তুলছে।
পাতার সঙ্গে ও যেন বসন্ত উৎসবে মেতে উঠেছে আজ ।
রাঁঙীয়ে নিয়েছে নিজেকে, রেঁঙে উঠছে মন।
মেতে উঠেছি আনন্দে ।
তবে তা বেশীক্ষণ নয়।