ওই যে দুরে পাহাড় তলে
থাকে ওরা পাতার ঘরে।
পাতার ওপর বৃষ্টি পড়ে
ঝম ঝমিয়ে ঝম ঝমিয়ে।


রাখাল বালক গোরু নিয়ে
এ মাঠ থেকে ও মাঠতে।
মা বোনেরা কলশি নিয়ে
এঁকে বেঁকে নদীর তীরে।


মাঝি ভাইদের কোরাস গানে
পাল তুলে নৌকো বেয়ে।
রাঙালো রবি জলে স্থলে
সন্ধ্যে নামে গোধূলি তে।


পাখিরাও ফিরছে নীড়ে
দিক হতে    দিগন্তে।