পনরই আগষ্ট ঃঃবিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়
একদিন তুমি তো ছিলে আমাদের রক্তমজ্জায়
ঘরে ঘরে সে স্বাধীনতার সুস্থ  ৷কল্পনায় ,
আনন্দের ঝিলিকমাখা ব্যথিতের বেদনায় ,
তুমি ছিলে একমাত্র সান্ত্বনা সুপ্ত চেতনায় ৷
আজ তুমি উৎশৃঙ্খল জনতার শিকার ,
আর স্বারথসিদ্ধজনের উৎস মিথ্যা অঙ্গীকার ৷
দিকে দিকে আজ ব্যভিচার ,বঞ্চনা ,শোষণ
তারই মাঝে চলে সুস্থভাবে বাঁচার আয়োজন  
আজকের প্রজন্ম জানেনা সেদিনের কথা ,
তাদের পিতা ,পিতামহদের করুন ব্যথা ৷
স্বাধীনতার ইতিহাসে তা আছে রক্তে লেখা ,
বহুক্ষেত্রে তাদের আর পায়নি যে দেখা ৷
আজকের রাজনীতিতে দেখে মিশ্র কারবার ,
ভূলে গেছে সকলেই সে সেবার অঙ্গীকার ,
অনাহারে অনিদ্রায় কাটানো সে অন্ধকার ,
আজ কারো পায়নি ঠাঁই আঁচর কাটার ৷
অর্থ নয় ,যশ নয়,শুধু পেতে তেরাঙার সম্মান ,
তারা শয়ে শয়ে দিয়ে গেছে আত্ম বলিদান ।
তুমিই রেখেছ মনে তাদের সে সংগ্রামকথা ,
কীতিক্ত আস্বাদ দিয়েছিল সেই পরাধীনতা ৷
যে তরুণেরা উচ্ছৃঙ্খল আজকের দিন,
তারাইদেখেো অচির শুধবে জাতির ঋণ ৷
শুধু দাও তাদের ঐতিহ্যের আস্বাদ
ঐক্যের বৈচিত্রে কিভাবে চূর্ণ বিচ্ছিন্নতাবাদ ৷
তোমাকে স্মরণ ক’রে তাই নিলাম শপথ ,
তরুণেরে সাথে নিয়ে টানবো প্রগতির রথ ৷
ভূলে সব ভেদাভেদ ,জাতি বর্ণ অহঙ্কার ,
সাগ্রহে নেব সবে দেশগঠনের সব ভার ৷