একুশ এলো
বৎসরান্তে আবার এল সেই  অভিশপ্ত দিন
   যেদিন ভাষা শহীদের রক্তে পথ হল র ঙীন ৷
আ                    কৃষক শ্রমিক গরিবেরা হারিয়ে মুখের ভাষা
                     হারায় তাদের  কাজে ও ধর্মে মিলনের আশা               চাষটি প্রতিবাদী প্রাণ ছাড়েনা তবু তাদের বুলি  ৷
                  পরে একে চার আহতও দেয় মৃত্যুর দেশে পাড়ি
                 মানুষ শুনতে নারাজ সব সরকারী মিথ্যে   খবরদারী ৷
                তাই একুশ সেদিন থেকে হল এক জাতির পরিচয়
                 বাঙালী জাতি শুধু বাংলা বর্ণমালায় ধরে রাখেজয় ৷
                       সেদিন যারা প্রাণ দিয়ে    রাখে বাংলাবর্ণমালার  মর্যাদার  পরিচয়
         সুনাম  তাদের    আজ রাষ্ট্রসঙ্ঘ ছড়িয়েদিল vযে সারা বিশ্বময় ৷