বর্ষায়
              রিম ঝিম বৃষ্টি  কত মিষ্টি তাতে ভেজে মন
                দোল খায় হাওয়া পায়   তাতে ছন্দেরই সমন ৷
                  ঘুম ঘুম রুম ঝুম ঢুলু ঢুলু চোখ যখন
                 লাল জামা গায়ে হামা দিয়ে পূবে উঠে তপন ৷
                 এই আলো এই কালো দিনের হাল যখন
                কোন কাজে পায়না যে সুখ অধরা মন ৷
                সাড়া দেয় ডেকে নেয় দূরের সবুজ বন
               ভয় হয় বায়ুু বয় শব্দ উঠে সন্ সন্ ৷
             পড়াশোনা কথা বোনা হবে নাক এখন
              মুড়ি তাজা তেলে ভাজা পেতে চায় যে মন ৷
                তবে খিঁচুড়ি আলুঝুরি সাথে দই-ইলিস
                গন্ধে মাতায় দেরী সয় নাই হাত ইসপিস ৷
               চাটনী মিহিদানা তৃপ্ত রসনা,কী বা চাবে মন
a) মুখে পানসাথে গান ধন্য হল বারি বরিষণ ৷
……………………………………………………….
                                উৎসব
                 উৎসব মাঝে জানি আনন্দ করাই রীতি
                 তবু তার মাঝে গড়েউঠে গভী র সম্প্রীতি
                 তবে উৎসবের উৎস যদি মোরা খুঁজি
                 দেখি সেথা সতেজ হৃদয়ই হয়েছে পুঁজি৷
                 হাটে মাঠে শ্রমিক কৃষক ঝরায় যে ঘাম
                উৎসব মঞ্চে তারা পায় তার কিছু দাম ৷
                মাঠের ফসল আর কলের সেই নির্মাণ
                খুসির মিলনে রচে যে উৎসবের প্রাণ ৷
                উৎসবে মেলে তাই জীবনেরই সুঘ্রাণ,
                লব দুঃখ যন্ত্রণার হয় ক্ষণিকঅবসান৷
                কঠিন বাস্তবও সেথা মানে পরাভব
                উৎসবে যেন পায় সুখী কল্পনার অনুভব ৷
…………………………………………………………………….
…………………………………………………………………………
                      মিথ্যে