বসন্তের শেষ
       বসন্তের  শেষ গান গেয়ে
        ফিরে গেছে  সেই কোকিল  
       আমাদের বোধের দুয়ারে
        এঁটে দিয়ে  এক  শক্ত খিল ৷
       তাই সম্প্রীতির দেশে আজ
         খুঁজে ফেরে সম্প্রীতির দিল  
       তাই  নবমীরাতে অস্ত্রহাতে
  
    রাজপথে  চলে শান্তিমিছিল ৷
      এমন বিসদশ কান্ড নাকি
       সেরা গণতন্ত্রেই ঘটে
        আর সেই অমূল্য্কথা
      নেতাদের মুখে মুখেই রটে ৷
     এদিকে  রোজ নয়ানয়া আইন
     তাই  আইনের  বই  হয়স্ফীত
     কিন্তু প্রয়োগে তা সবে ভীত
      কারণ সেথা বিচারকও হয় ধিক্কৃত ৷      
     গণতন্ত্রর দুইস্তম্ভ  বিচারও নির্বাচন
       তারাবিরাজে দুই স্বাধীন সত্তায়
       অথচ কার্যক্ষেত্র্রে দুইস্থলেই অলক্ষে
      দেখি কাজ করে নেতাদের নিয়ন্ত্রন ৷
      এভাবেই চলছে আর চলবে সবাই
      কারণ চলে যে  বোধহীন অবস্থান
        বসন্তের শেষে গ্রীষ্মের আগমন
       রুদ্ধ  করেছে বোধের বিচরণ ৷