তার০                      হে বিদুষিনী বিদেশিনী ভগিনী
          জানিনা কোন শুভক্ষণে ভারতাত্মার সাথে
          হল তমার পরিচয়
          ধর্মের নূতন দর্শন পেলে
          সেবার অমোঘ আদর্শ পেলে
           কেটে গেল সব সংশয়
           দুর্গম পথেহলে অকুতোভয় ।
            স্বদেশে দেখা স্বাধীনতার সমস্যার
            এদেশে দেখলে ই বিস্তার
            নির্দ্বিধায়  মেনে নিলে তাই
            গুরুর তন্তরের সে স্বাধীন সত্বয়
             অন্তরে নিয়ে শুদ্ধ দেশাচার
             একহাতে সরালে কত কুসংস্কফর
              অন্যহাতে ধর শিক্ষার দীপাধার
              দূষ কর অজ্ঞান অন্ধকার ;
              চক্ষু রেখে সর্বত্র সতেজ সচেতন
             সতেজ লেখনী হাতে করেছ ধারণ ।  
             একাধারে ঘুচিয়েছ ব্যথিতের  আঁখিজল
             অন্তর করেছ তুমি কঠোর কোমল
             অন্যাধারে বিপ্লবীদের দিয়েছ নির্দেশ
             এভাবে জনতায় দিলে জীবন-সন্দশ ।
            জন্মদিনে হে ভাতপ্রাণা করি তাই স্মরণ
            বিশ্বে তাই অমর হলে ড়ভি ঐ জীবন ৷(২৮,১১০)—১৮৬৭