বিবেক বন্দনা
একদিন তুমি ছিলে আমাদের সকলের মাঝে
নিজেরে সঁপেছিলে দেশ ও জাতির সেবাকাজে ।
আজ তুমি নাই আছে শুধু তব মুগ্ধ স্মৃতি
আর আছে দেশে বিদেশেতে ছড়ানো সে প্রীতি ।
তোমার সে পদচিহ্ন ধ’রে আাগাতেতো চায়
পথ চলি কাঁটা তুলি তবু আাগানো না যায় ।
কেউ আর নেয়না ভারআদর্শ মানুষ গড়ার
গুরুর নামেগড়া তব মিসনই নেয় দায়ভার৷
এ এক বিচিত্র সময় মেলে সতই প্রতিশ্রুতি
সকলেই জানে তা পালনের নাই কোন রীতি ।
এখন সর্বত্র চলে সঞ্চয় তবু আছে কত অবক্ষয়
মেরুদন্ড সিধা নয় বল কেমনে সে ভার বয়;
স্বাধীনতা মানে নয় স্বাবলম্বী হবার প্রত্যয়
তাইতো আদর্শবিচ্যুত দেশ তোমার শরণ লয় ৷