বড়দিন
     আজ বড়দিন বড় বিচিত্র সুখের দিন
    ধর্মের গোঁড়ামীতে ভরা এক অশান্ত দিন
    হিংসার যুপকাষ্ঠে সত্য হোল যে মলিন ।
    মানুষের বিশ্বাস কাছে বিজ্ঞান অতি ক্ষীণ ।
    সেদিন মধ্যএশিয়ার জেরুজালেম নগরে
    এক অনাচ্ছাদিত আস্তাবল চত্বরে
    জন্ম এক শিশু কুমারী মাতার ঘরে
    বিশ্ব যাকে মেনে নিল গভীর অন্তরে ;
    কিন্তু রাজরোষে বিদ্ধ শিশু ধর্মাচারে
    অনাচার সৃষ্টির অপরাধে স্থূল বিচারে
    পেল সাজা ,ক্রুশবিদ্ধ হলো মুক্ত অঙ্গনে
    আর বাধ্য হলো নিজে সে ক্রুস-বহনে ।
    ক্রুসবিদ্ধ হল সত্যের অবতার সে শিশু
    ক্ষমার সে অবতারে বিশ্ব বলল ‘যীশু’ ।
    অত্যাচারী অপরাধী সবে সে করে ক্ষমা
    ঈশ্বর পায়ে সবার অপরাধ রাখে জমা
    সত্যের পূজারীরূপে চলে জীবন পরিক্রমা, ৷
    ধর্মের রাজ্য ছেড়ে ভূগোলের মাঝে যদি পড়
    দেখতে পাবে এদিন হতে ছোটদিন হচ্ছে বড় ৷