জহরলাল স্মরণে
                  তুমি নব ভারতের রূপকার আজিকার দিন
                   যন্ত্রণায় কাতর হয়েঅন্তরীক্ষেহলে বিলীন ৷
                   দেহ নয় মনের যন্ত্রণায় হলে বিশেষ কাতর
                  গঠনের কালেও উঠে যে সমালোচনার ঝড় ৷
                   বহুদিনের বঞ্চনা ,অনাচার আর অভাব
                  মানুষের মনে জাগিয়েছে লালসার ভাব ,
                    হারিয়েছে বোধ.সম্প্রীতি আর যে ধৈর্য্য
                    একসাথে সবাই পেতে চেয়ে কাজ করে কদর্য ৷
                      পরিকল্পনায় থাক মগ্ন তুমি নিদ্রাহীন বহুদিন
                   তবুও কেহ রাজি নয় অপেক্ষা করিতে একদিন ৷
                   তারই মাঝে জ্ঞাতিশত্রুর আক্রমণ হয় বারবার
                    আর মিত্রদেশ ভারত আক্রমণকরে আবার ৷
                    সবকিছু সামলেছ শিশুমনের শরিক হয়ে তুমি
                    ‘ চাচা নেহরু’কে হারিয়ে তাই কাতর জন্মভূমি