জল
        আমরা জানি জল হোল স্বভাবত তরল
          গন্ধহীন বর্ণহীন স্বাদহীন স্বচ্ছ সরল
          দূষিত হ’লে তার সেগুনের হয় বদল
          তখন ঐ জীবনমুখীই হয় যে গরল
          তাতে হয় জ্বর বিসুচিকা নানা চর্মরোগ
          নানাভাবে আসে দুর্ভোগ পদেপদে কষ্টভোগ ৷
         কৃষিতে শিল্পে সর্বত্র জলের প্রয়োজন হয়
         পুকুর নালা দীঘি নদী সাগর হোল জলাশয়
         সেথা রাখে প্রকৃতি তার সব জল সঞ্চয়
         স্থলের নীচের জল তুলে না করি অপচয় ৷
         সূর্যের তাপ লাগে জলাশয়ে হোতে যে বৃষ্টি
         সেই বৃষ্টি ভূগর্ভে করে জলের সঞ্চয় সৃষ্টি ৷
         সে সঞ্চয়ের অপচয়ে সৃষ্ট হয় মিষ্টিজলের অভাব
         তবুও ভূগর্ভের জলতোলা হল মানুষের স্বভাব ৷
        তখন সাগরের নোনাজল ক’রে লবণাক্ত নাশ
       থাকবেনা গতি দেশের অর্থের না ক’রে সর্বনাশ  ৷