মহেশ্বতা স্মরণ
            মনীষের কন্যা তুমি পিতৃব্য পেয়েছ এক মহান রূপকারে
        তাইতো তোমারহাতে সোনা ঝড়ে দেখি ভাড়ে ভাড়ে ৷
       লাঙ্ছিত বঙ্চিতদেরমঙ্গল তরে ভেবেছো যে আজীবন
       সেইসব বঞ্চিতরাই তোমার লেখনীগুণে হলো আপনজন  ৷
     তদে র দুঃখকষ্টে কেঁদেছে তোমার  দয়াভরা সরল প্রাণ
     তাই ‘হাজার চুরাশীর মা’রা গায় তোমারই  যে জয়গান ৷
     তারাই দিয়েছে এনে তোমায় শ্রেষ্ঠ লেখিকার সম্মান
     তোমায় দিয়েছে এনে রাজ প্রদত্তপদ্ম সম্মান,’বঙ্গভূষণের দান ৷
     তোমার জন্মদিনে আজ তাই জানায়  জাতির নমস্কার
     মানুষেরভালবাসার মত কতশুভেচ্ছাআরকতপুরস্কার ৷