৬৷ যন্ত্রের বিষ আর জ্বালানীর সব তেল কালি
  বাতাস দূষিত করে বায়ুতে বিষ মেলে খালি
  এদিকে বস্তু আসা পলিপ্যাক জমে নালায়
   বর্ষার জল অপরাগ হয় বয়ে যেতে তাই
চটের থলি লাগে ভারী ভাল লাগে গালি ৷
                           ৭ ৷   একী দুর্দশা দেখি আজ ওগো প্রিয় জন্মভূমি
•                           দুর্গন্ধে ভরা মাঠ তারই গন্ধ সয়ে যাও  তুমি ,
•                          জৈব বর্জ্যে সব রাখনা বাগানের গহ্বরে
•                         ধাতুর বর্জ্যসব যাকনা শিল্পের চত্বরে
•                         অবশিষ্ট বর্জ্যে দ্বগ্ধে জ্বলানীপাও তুমি ।
•               ৮ ৷বিদ্যুৎ গেলেই দেখি চলে তব জেনেরেটর
•                    তার গ্যাসে ভরে নাক আর ভরে সব ঘর
•                 আইনে আছে যাতে পাছে হাসেন অগ্নিসেবক
•               জল আর  জালি র ব্যবস্থা ,রাখিবে অগ্নিনিরোধক
•               নাই তাই দাহ্য পেয়ে মাঝেমঝে হাসে অগ্নিশ্বর ৷
•            ৯৷ ঘরের ভিতর আর বাহির রাখ সদা সাফ
•                 গাছ লাগাও বিদ্যূৎ বাঁচাও কমে যাতে তাপ
•                 নইলেতো হিমবাহে ধরবে যে গলন
•                  সমুদ্র হবে স্ফীত ভাসবে সুন্দরবন
•                  আর সুস্থ জীবন হারিয়ে হবে পরিতাপ ৷
•           ১০ ৷বিদ্যূৎ ভাল তবে সদা সতর্ক হতে শেখাও
•                  নইলে খোলা তার ছুঁয়ে অযথায় প্রাণ দাও ৷
•                 বিদ্যুৎ জলের সাথে বন্ধুত্ব করে হয় জেনো ভয়ঙ্কর
•                 সেই জল হতে সবে সাবধান ,বিদ্যুতেরও তস্কর  
•                 বিদ্যুৎস্পৃষ্টে বাঁচাতে ধর শুকনো কাঠ বা শিকড় ৷