রাখী বন্ধন
          রাখি বন্ধন হল এক পবিত্র সামাজিক অনুষ্ঠান
           তা র মাঝে করে ভ্রাতা ভগিনীর প্রীতি অধিষ্ঠান ৷
           শ্রাবণী পূর্ণিমায় করে হয় যে বর্ষাদিনের গুণগান
           কৃষ্ণ রাধার ঝুলনে হয় তারিই বুঝি ধার্মিক অধিষ্ঠান ৷
           এভাবেই হয় রঙীন সুতার মূল্যবোধের শক্তিপরীক্ষা
           প্রীতির সাথে ভক্তির মিলনের অমোঘ শক্তির দীক্ষা ৷
           কবে থেকে আর কীভাবে হল এই প্রথার ভাই শুরু
           জানা নেই কিছু,চশমার কাঁচ সেথা হয়েছে যে পুরু ৷
           পুরাণমতে এর জন্ম পাঁচ হাজার বছরেরও আগে
           বর্তমানে চৈতন্যযূগে সেই স্মৃতি ধ’র রাখে ৷
            ইতিহাসে মেলে তার সূচনার ঘটনার  কিছুকথা
           পাঠান মোগল ইংরাজের দাসত্বের প্রতিবাদে যথা৷
           শত্রুজয়ে সাহায্য চেয়ে রাখি পাঠান রাণী দুর্গাবতী
            ভ্রাতৃ সম্বোধনে মুগ্ধ হয়ে সম্মান রাখেন নৃপতি ৷
             সেইমত রাখির মর্যাদা রাখেন আকবর মহামতি
              এসবেই আছে দেখি ভ্রাতা ভগিনীর মাঝে প্রীতি ৷
             কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে মুছতে ভেদাভেদ
             আর মানুষে মানুষে  মুছতে সবরকমের  বিচ্ছেদ ৷
             রবীন্দ্রনাথ সেদিন বাঁধেন রাখি মুসলিম গাড়োয়ানে
             মানুষে মানুষে এভাবে রাখি সব প্রাণে কাছে টানে ৷
            সেকথা আমরাআজ অনেকেই গেছি দেখি ভূলে
           তাই বলি মানুষে মানুষে প্রীতি আছে রাখীবন্ধন মূলে ৷

        


            
          
          
•