রোগশয্যায় ঃবিশ্বনাথ বন্দ্যোপাধ্য্যায়
          তুমি ছিলে রোগশয্যায় ব্যথায় কাতর              
            শিয়রে আমি তাই  পড়ি আতান্তর
          হৃদয় উচ্ছ্বাসে তবে হ’য়ে উদ্গত            
          না জানি ভেঙ্গেছে কত চিন্তার পাথর ;
          কত কথা জেগেছে তবে মনে                
           সে সব কিছু রেখেছি গোপনে
          কখনো তুলে ধরেছ জলভরা চোখদুটি            
           অসময়েই তাতে চেয়েছ যে ছুটি ৷
          কাটা ফল র’য়ে গেছে ডিসে            
            তুমি ক্রমে বিছানায়  গেছ মিশে  
            তবু হরলিকে ,বিসকুটে  গ্লুকোশে                
             সাজিয়ে  তুলেছি তোমার রুগির আহার ,
          কখন কী পিল ,কখন কোন মিক্সচার        
           কখন বা স্পঞ্জ  খেয়াল রেখেছি তার ৷
       ়    ঘড়ি সাথেই হয়েছে যে কথা          
           বুঝেও বুঝিনি তোমার গোপন ব্যথা ,
          দিয়ে হৃদয়ের সব ভালবাসা          
         জাগিয়ে রেখেছি তব নিরাময় আশা ৷
         আঁখি তব ছলেছিল ব,লে                    
         যায় নাই ক্ষণিকের তরে চলে ;
        বন্দী ঘরে শুধু গুণেছি প্রহর                      
         তবু হঠাৎ শেষ হল সমর ৷
         নিষ্পলক চোখে চেয়ে দেখি তুমি                  
         ছেড়ে গেলে এই শ্য্যমলাভূমি ,
        না জানি পালাবার এই মতলব  
         পঙ্গু পায়ে যেন ছোটার তলব ,          
        কোথা থেকে পেয়েছিলে তুমি                
       সে কথা কি জানতো মাতৃভূমি !
……………………………………………………
              মুক জঞ্জাল