সত্যেন্দ্রনাথ  স্মরণে  
  ‘ছন্দের রাজা ‘তুমি ছিলে ছন্দের ই যাদুকর
    ছন্দহীন পৃথিবীতে ফেরালে ছন্দের আসর ।
    তোমার ছন্দের দোলায় মনে প্রাণে লাগে দোল
    শব্দের তালে তালে  প্রাণেজাগে বড়ই হিল্লোল ।
    ‘পাল্কী চলে’ শব্দ বলে পায়ে চ বসন্তলার নিপুন ছন্দ
    ‘তিন মাঝি মল্লা’য়  আমরা পায় সেই সুরের গন্ধ ।
   তোমার ‘বেণু ও বীণা’র সুরে বাজে যে গো বাঁশি
   বলে জেন বিশ্বে নাই হেন যারে নাহি ভালবাসি ।
    তোমার ‘কুহু ও কেকা’র সুর শুনি রাশি রাশি
     জীবনে বসন্ত অমর হোক,বেঁচে থাক হাসাহাসি ।
    মন ভরেনা তোমার  দেখি শুধু  সুরের দোলায়
   দায়বদ্ধতার কথা শুনি ‘মেথর’হেন কবিতায় ।
    রবীন্দ্রের শিষ্য হয়েও মাতনি রবীন্দ্র ভজনায়
তোমার জন্মদিনে বারবার স্মরিতে তাই  চায় ৷