শ্যমা মা’র ভজন
     মানুষে ভোলাতে মাগো অশুভ শক্তির জ্বালা
     তুই পড়েছিস মাগো ঐ শক্তিজয়ের মুন্ডমালা ,
      আর বোঝাতে মাগো জ্ঞানের আলোর শক্তি
     আঁধারে ঢেকে তোর রূপ চেয়েছিস নিতে ভক্তি ৷
     নগ্ন হয়ে ঢেকেছিস মা তুইঅজ্ঞতার সকল লজ্জ্বা
    মৃত্যঞ্জয়ীকে পিষ্ট  ক‘রে   মা তোর কঠিন মজ্জা ৷
     ধ্বংস লীলায় মত্ত তুই বোঝালি মা তোর ভ্রম
     স্বয়ং জন্মমৃত্যুর নিয়ন্তারে করেছিস মা বিভ্রম ৷
     অতীত হয়েছে ভূত বর্তমানের জীবনসাধনায়
     অমাবশ্যায় আলোর বাহার তাই তোর আরাধনায় ৷
      মাগো তোর সেবায় অশুভের হোক ত্বরা নিধন
      ঘরেঘরে লক্ষীরূপে হোক তোর শুভ আগমন৷
      ওমা ভয়ঙ্ককরী ছুঁড়ে ফেল তোর ঐ ভয়ের মুন্ডমালা
     হ মা শুভঙ্করী পেয়ে তোর পূজারফুল ,এ রক্তজবার থালা