উদয়শঙ্কর স্মরণে (জন্ম৮/১২/১৯০০)
           হে সার্থকনামা নৃত্যশিল্পী জনমদিনে লহ প্রণাম
           মহাদেব শঙ্কর তোমার নৃত্যগুরুর আসল নাম ,
           তাঁরই কৃপায় নৃত্যজগতে তোমার হল উদয়
           বিশ্বের নৃত্যকলা তোমার আয়ত্বে এসেছে নিশ্চয় ,
           তার মাঝেই রেখেছোযে ভারতেরই পরিচয়
           তবু তোমার ‘ছায়ানৃত্য’ হল দেখি বিশ্বর বিস্ময় ।
           ভারতের নৃত্যধারা বয়ে চলে তোমার পরিবার
           বহু কীর্তি তারা রেখে চলে আজ বিশ্বের দরবার ।
           জন্মদিনে তাই মোরা স্মরি তোমাকেই বারবার
           নতুন আঙ্গিকে দেখতে চাই তোমাকেই আবার ৷