একুশ আসছে
                         কালই আসছে সেই রক্তরাঙা একুশে
                        যেদিন গড়া হল এক সেতু মানুষে মানুষে    
                        আর ওরা পেল স্থান ভাষার ইতিহাসে
                        যারা ঐদিন জাগে আর কাছে  আসে
                         যারা বলে ‘জান দেব,ভাষা দেব না
                         আপন ভাষা ছাড়া আর কিছু নেবনা ‘ ৷
                        তারা তো বাহান্নর ভাষার শহীদ সব
                         ভাষার জন্য হেলায় হলো শব ৷
                       ওদের প্রেরণায়   আবার উঠল দিকে দিকে
                         যে ভাষারা হচ্ছিল দেখি রোজ ফিকে ৷
                        এভাবে একষ্ট্টিতে আসামে দিল প্রাণ
                     এগারটি তাজা প্রাণ রাখতে ভাষার সম্মান ৷
                    এভাবে গুন্ডকা রেনেডীদের  বিচ্ছিন্ন প্রচেষ্টা
                    বিশ্বে মিটাল জনমনে মাতৃভাষার সবার তেষ্টা ৷
                   তাই আজ স্বাগত জানাই ফেব্রুয়ারী একুশে
                     ভাষার সেতু গড়ে মিলালে তুমি মানুষে মানুষে ৷